নিজস্ব প্রতিবেদন: মানসিক সন্ত্রাস চলছে। টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মিথ্যা কথা লিখে ছড়াচ্ছে দাঙ্গা। উত্তরবঙ্গে দ্বিতীয় দফার প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সতর্কও করলেন।             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশান্তি ছড়ানো হয়, সে কারণে প্রশাসনিক কর্তাদের সতর্ক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,''দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে মাঝে মধ্যে মারপিট হতেই থাকে। আইসি-দের একটু সক্রিয় হতে হবে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে গন্ডগোল ছড়ানো হয়। অনেকে মিথ্যা কথা লেখে। মিথ্যা কথা লিখে ১ ঘণ্টায় দাঙ্গা ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। নইলে বড় ঘটনা ঘটে যেতে পারে। আইসি-দের নজরে রাখতে হবে। আইসি বা এসপি হোক, সকলের দায়িত্ব এটা।''


পরিকল্পিতভাবে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি ছড়ানো হচ্ছে বলেও মনে করেন মমতা। তাঁর কথায়,''টাকা দিয়ে ৫০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে কেউ কেউ। বলা হচ্ছে, মালদহে এই মন্দিরটা ভেঙে দিল। অথচ ভাঙেনি কেউ। টোটালটাই ফেক। ফলস প্রোপাগান্ডা, ব্যাড প্রোপাগান্ডা চলছে, ফেক প্রোপাগান্ডা। আসল কাজ থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। আমরা কাজ করব না, সারাক্ষণ ওখানে গিয়ে দাঙ্গা করছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে- এসবে নজর রাখব। স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমার আপত্তি নেই।'' হিংসা এখন মনস্তাত্বিক বলেও মত মুখ্যমন্ত্রী। তিনি বলেন,''আজকের দিনে যতই ভালো কাজ করুন, মানসিক নির্যাতন করা হচ্ছে। মানসিক সন্ত্রাস হচ্ছে। এই মানসিক সন্ত্রাস, শারীরিক সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর। এটা রুখতে হবে।''


আরও পড়ুন- 'কোভিড প্রোটোকল মেনেই হবে উত্সব... বাগডোগরা বিমানবন্দরের জন্য ১০৪ একর জমি'