নিজস্ব প্রতিবেদন: চাকরির অপেক্ষায় থাকলেই হবে না, অল্প টাকাতেও ব্যবসা শুরু করে স্বনির্ভর হওয়া যায়। কোচবিহারে রাসমেলা ময়দানের সভায় এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ, পাঁচশো টাকাতেই ছোট্ট দোকান খোলা সম্ভব।
         
কোচবিহারের রাসমেলার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আমাদের পাড়ায় ছোট্ট দুটো তেলেভাজার দোকান আছে। তাঁরা আজকে এতো তাঁদের বিক্রি। বড় বড় তিন চারতলা বাড়ি করেছে। ছোট্ট জায়গায় বিক্রি করে। একেবারে ছোট্ট''। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ''পাঁচশো টাকাতেই শুরু করুন। আগামীদিনে হয়তো পাঁচশো কোটি হতে পারে। নিশ্চয়ই পারে। ইচ্ছে থাকা চাই। সদিচ্ছা থাকা চাই। আর মনের জোর রাখুন। এগিয়ে চলুন। কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না''।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এর আগেও মুখ্যমন্ত্রী ছোট ব্যবসার পক্ষে সওয়াল করেছিলেন। তখন বিরোধী কটাক্ষ করেছিলেন, রাজ্যের শিক্ষিত বেকারদের তেলেভাজা বিক্রি করতে বলছেন মুখ্যমন্ত্রী। এটা তাঁর শিল্প আনতে না পারার ব্যর্থতাকে প্রতিফলিত করছে। তবে বিরোধীদের সমালোচনা গায়ে মাখছেন মমতা। তা কোচবিহারে আরও একবার স্পষ্ট করলেন তিনি।  


শুধু মমতাই নন, তেলেভাজা বিক্রির কথা বলেছিলেন নরেন্দ্র মোদীও। একটি সাক্ষাত্কারে নরেন্দ্র মোদী বলেছিলেন, অফিসের বাইরে পকোড়া বেচেও অনেকে লাভ করছেন। মোদীর এই বক্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছিল কংগ্রেস। তারা দাবি করেছিল, অচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছেন মোদী। 


আরও পড়ুন- ''গত ১০ বছরে বাংলাদেশে হিন্দু নির্যাতন মধ্যযুগকেও হার মানিয়েছে''