নিজস্ব প্রতিবেদন: সিপিএম-কংগ্রেসকে ভরসা করবেন না। ওরা দিনে অন্যদল হলেও, রাতে বিজেপি। আদতে তিনদল ভাই ভাই।বনগাঁ ও রানাঘাটের সভা থেকে এমনই চাঁচাছোলা ভাষায় বিরোধীদের বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপির হাত শক্ত করতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বাম-কংগ্রেস। ভরসা রাখতে বললেন তাঁর ওপর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হারানো মাটি ফিরে পেতে বার বার মোদীভাই-দিদিভাই আতাঁত নিয়ে গলা ফাটাচ্ছে বাম-কংগ্রেস। বনগাঁর সভায় বিরোধীদের অস্ত্রেই তাদের ঘায়েল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে এক ব্রাকেটে বসিয়ে বিঁধলেন সিপিএম-কংগ্রেসকে। মমতা বলেন,''সিপিএম-কংগ্রেসকে ভরসা করবেন না। ওরা দিনে অন্যদল হলেও, রাতে বিজেপি। তিনদল ভাই ভাই।''


NRC-CAA -র প্রতিবাদে জোট বেধেছেন সোমেন মিত্র-সূর্যকান্ত মিশ্ররা। চলছে একমঞ্চে আন্দোলন। তৃণমূল সুপ্রিমো অভিযোগ করলেন, গোটাটাই আই ওয়াশ। সাম্প্রদায়িকতার উস্কানি ছড়িয়ে বাংলার মানুষকে দুর্বল করছে দু দল। আদতে শক্ত হচ্ছে বিজেপির হাত।


সামনেই পুরভোট। বনগাঁ-রানাঘাট থেকে কার্যত তারই গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিলেন, একজোটে লড়াইয়ের কথাটা দেশের নিরিখে। বাংলার মানুষের জন্য লড়ে একমাত্র তৃণমূলই। সেখানে বাম-কংগ্রেসকে একইঞ্চি জমি ছাড়ার প্রশ্নই নেই। এখানেই থামেননি তৃণমূল সুপ্রিমো। বহু জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের আচরণে ক্ষুদ্ধ আম জনতা। লোকসভা ভোটে তার কিছুটা প্রভাবও পড়েছে ভোটব্যাঙ্কে। আর তাই, ভরসা রাখতে বললেন শীর্ষ নেতৃত্বের ওপর।


একুশে বিধানসভা নির্বাচন। পুরভোটকে অনেকেই বলছেন সেমিফাইনাল। তাই কোনও চান্স নিতে রাজি নন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে রুখতে তৃণমূলই যে একমাত্র বিকল্প,বার বার বুঝিয়েছেন। ঝাঁঝালো আক্রমণে উড়িয়েছেন বিরোধীদের মোদীভাই-দিদিভাই তত্ত্ব। চ্যালেঞ্জ ছুঁড়ে  বলেছেন বিজেপির জমানত জব্দ করাই তাঁর টার্গেট।


আরও পড়ুন- মুম্বইয়ে ফুচকা বেচেই চলত পেট, পানিপুরিওয়ালার 'যশস্বী' শতরানে ভারত ফাইনালে