সুতপা সেন: রানাঘাটে প্রশাসনিক সভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিলেন কড়া নির্দেশ। মুখ্যমন্ত্রীর সাফ কথা, 'ওরা চক্রান্ত করছে। ডিসেম্বরে ধামাকা, অশান্তি বাধানোর চেষ্টা করছে।' তাই ছোট্ট কোনও ঘটনা ঘটলেই প্রশাসনকে নিয়ন্ত্রণ নিতে হবে। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে বলে নির্দেশ দেন। নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা এদিন তোপ দাগেন,'ওরা কালো কালো পোশাক পরে ঘুরে বেড়ায়। ওদের আসল উদ্দেশ্য হল গুন্ডামি করা। জেলায় জেলায় ওদের সাম্প্রদায়িক সংগঠন রয়েছে। এখানেও এনআইএ ঢুকেছে। গোটা দেশ জুড়ে ওদের প্ল্যানিং আছে। এটা ভাঙতে হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এই 'চক্রান্ত' ভাঙার জন্য নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন রানাঘাটের প্রশাসনিক সভায় অভিযোগ করেন যে, ডিসেম্বর মাসেই ফের হিংসা লাগানোর পরিকল্পনা করছে বিজেপি। একইসঙ্গে তিনি আরও অভিযোগ করেন যে, ভিআইপিদের বিশেষ নিরাপত্তা দেওয়ার নাম না করে অস্ত্র ও নোট এক জায়গা থেকে আরেক জায়গায় চালান করছে। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ, ভিআইপিদের গাড়ির আড়ালে তাতে করে যেন অস্ত্র আমদানি না হয়! পুলিস প্রশাসনকে উদ্দেশ করে নির্দেশ দেন, 'আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখুন। স্পর্শকাতর এলাকায় নজরদারি রাখুন।'


প্রসঙ্গত, ডিসেম্বর নিয়ে বহুবার সরব হয়েছে বিজেপি। ডিসেম্বরে কাঁপুনি ধরবে সরকারের। এহেন মন্তব্য শোনা গিয়েছে বিজেপির গলায়। আর সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর 'ডিসেম্বরে ধামাকা, অশান্তি বাধানোর চেষ্টা' মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। আরও পড়ুন, কে বড় হনু? ঝগড়াঝাঁটি করলে দলে জায়গা নেই: মমতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)