নিজস্ব প্রতিবেদন:  পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর।  সিভিক ভলান্টিয়ারদের বেতন এক ধাক্কায় বাড়ানো হল তিন হাজার টাকা।  এবার প্রত্যেক সিভিক ভলান্টিয়ার মাসে ৮০০০ টাকা করে বেতন পাবেন। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্টোবর থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ষষ্ঠ শ্রেণির নাতনি ঘরে পড়ছিলেন, দাদু একটা শব্দ পেয়ে ঘরে যেতেই প্রতিবেশী যুবকের সঙ্গে নাতনিকে যে অবস্থায় দেখলেন...


এখনও পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছে রাজ্য সরকার।  গোড়ায় তাঁদের বেতন ছিল ৩৫০০ টাকা। ক্রমে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০০ টাকায়।  এবার আরও ৩ হাজার টাকা বাড়ানো হল।  মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ঘোষণা করেন, ‘‘১ অক্টোবর থেকে সিভিক ভলান্টিয়ারেরা ৮০০০ টাকা বেতন পাবেন।’’


আরও পড়ুন: জামাই শ্বশুরকে ফোন করে শুধু 'বাবা' বলেছিলেন, তাতেই বিপদ জানান দিয়েছিল!


প্রসঙ্গত,  মে মাসে বঙ্গ সম্মানের মঞ্চ থেকেই সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন নজরুল মঞ্চের ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে ‘ভাল’ কাজের স্বীকৃতি হিসাবে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়িয়ে দেন তিনি।  পুজোর আগেই এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া সিভিক ভলান্টিয়ারদের মধ্যে।