বর্ধিত কোর কমিটির বৈঠকে দলের ভাঙন রুখতে মরিয়া মমতা
মমতার অভিযোগ, এরাজ্যে টাকা দিয়ে তৃণমূল নেতা - কর্মীদের কেনার চেষ্টা চলছে। এব্যাপারে নাম না-করে মুকুল রায়কে কাঠগড়া. তোলেন তিনি। বলেন এত টাকা কোথা থেকে আসছে? মমতার দাবি, ট্রেনে করে এরাজ্যে টাকা আনছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব হিন্দু পরিষদ একটি উগ্র বিদ্বেষী শক্তি। কোথাও তাদের দেখা গেলেই পুলিসে খবর দিন। সোমবার নজরুল মঞ্চ থেকে দলীয় কর্মীদের এই নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গভীর রাতে বেহালার রাস্তায় গেরুয়াপন্থীদের মিছিল নিয়ে দলের স্থানীয় নেতাদের কৈফিয়ত তলব করেন তিনি।
এদিনও আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের ৪২টিই দখলের ডাক দেন তৃণমূলনেত্রী। একই সঙ্গে ইভিএম হ্যাকের আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ওরা যদি ইভিএম হ্যাক করার চেষ্টা করে তাহলে আমাদেরও ইঞ্চিতে ইঞ্চিতে নজর রাখতে হবে। ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণ দিতে দলের কর্মীদের।
মমতার অভিযোগ, এরাজ্যে টাকা দিয়ে তৃণমূল নেতা - কর্মীদের কেনার চেষ্টা চলছে। এব্যাপারে নাম না-করে মুকুল রায়কে কাঠগড়া. তোলেন তিনি। বলেন এত টাকা কোথা থেকে আসছে? মমতার দাবি, ট্রেনে করে এরাজ্যে টাকা আনছে বিজেপি।
এদিন দলীয় কর্মীদের বিজেপিকে ভয় না পাওয়ার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল ৩৪ বছরের বাম সরকারকে উপড়ে ফেলেছে আর পাঁচ বছরের বিজেপি তো কোন ছাড়।
ক্যানিংয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে কুপিয়ে, গুলি করে খুন
প্রধানমন্ত্রী মোদীকেও এদিন কটাক্ষ করেন মমতা। বলেন, পুলওয়ামা হামলার খবর আগে থেকেই ছিল মোদীর কাছে। তার পরেও কেন বাহিনীকে সড়কপথে পাঠানো হয়েছিল? কেন উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার। শহিদ জওয়ানদের লাশ নিয়ে মোদী রাজনীতি করছেন বলে দাবি করেন তিনি।
পশ্চিমবঙ্গে বাম - কংগ্রেসের জোটকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন বাম-কংগ্রেস-বিজেপি একজোট হচ্ছে। চোর - ডাকাত সব একজোট হচ্ছে। আমাদেরও একজোট হতে হবে।
রাজ্যে RSS-এর উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, নানা ভাবে গুজব ছড়ানোর চেষ্টা করছে RSS ও বিজেপি। সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে তারা। কাউকে বোরখা পরে কোনও মহল্লায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর রটানো হচ্ছে ছেলেধরার গুজব। এর ফলে বেশ কিছু জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানান তিনি। এমন কোনও ঘটনা নজরে এলে সংযত থেকে পুলিসকে খবর দিতে নির্দেশ দেন তিনি।