নিজস্ব প্রতিবেদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আগে হারাও। তারপর আমার সঙ্গে লড়াই করো। পৈলানের কর্মিসভা থেকে অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরইসঙ্গে অমিতপুত্র জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ কীভাবে পেলেন, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল নেত্রী।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিটি সভাতেই নিয়ম করে 'বুয়া-ভাতিজা'-কে নিশানা করে চলেছেন বিজেপি নেতানেত্রীরা। অমিত শাহ-নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে এক রা। বৃহস্পতিবার পৈলানের কর্মিসভায় দৃশ্যই ক্ষুব্ধ মমতা (Mamata Banerjee) বলেন,'খালি দিদি আর ভাতিজা করে চলেছে। আরে দিদিকে পরে লড়বি। আগে ভাতিজার সঙ্গে লড়াই কর।' এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে তৃণমূল নেত্রী বলেন,'আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আগে অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হারাও।' 


অমিতপুত্রের প্রসঙ্গও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'তোমার ছেলেও কিন্তু দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা পাবে না। তোমার ছেলেকে লুকিয়ে রাখবে অন্যদের গালাগাল দেবে এটা চলতে পারে না। আমি ভদ্রতা দেখাই। আমার ভদ্রতা দুর্বলতা নয়। আমার পরিবারের একজনকেও চোর বললে গায়ে লাগে। তোমার ছেলেও তো আমার ভাতিজা। সে কী করে ক্রিকেটের নেতা হল? কোনও টাকা-পয়সা ছিল না, কীভাবে ১৬ কোটির মালিক হল?' 


অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর ভাইপো হলেও দলে অগ্রাধিকার পায় না বলে এ দিন দাবি করেন মমতা। ডায়মন্ড হারবারের সাংসদকে খুনের চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন। মমতার কথায়, 'ওকে দুর্ঘটনায় মারার চেষ্টা হয়েছিল। একটা চোখে আজও দেখতে পায় না। আমার জন্যে ওকে কথা শুনতে হয়। খারাপ লাগে।'


আরও পড়ুন- সরকারে এসেই সব সরকারি কর্মীর জন্য সপ্তম বেতন কমিশন, সাগরে ঘোষণা শাহের