বাঁকুড়ার সভায় বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ায় উন্নয়নবার্তা মুখ্যমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: সিপিএম, কংগ্রেস মুখে আনলেন না। বাঁকুড়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নরেন্দ্র মোদীর দল। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের আগে দিলেন উন্নয়নবার্তা।
জঙ্গলমহল ঘিরে পর্যটনের নতুন পরিকল্পনার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।বললেন, ''বিষ্ণুপুর, ঝিলিমিলি, মুকুটমণিপুর, শুশুনিয়া, অযোধ্যা পাহাড় ঘিরে পর্যটন বলয় তৈরি হবে। বাঁকুড়াতে হবে হোম স্টে।'' বাঁকুড়ায় জল প্রকল্পের আশ্বাসও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- বুথ ম্যানেজার থেকে সর্বভারতীয় সভাপতি! অমিত-উত্থানে সাক্ষী বুথ
জেলার উন্নয়নের সঙ্গেই উঠে মমতার মুখে এল পঞ্চায়েত ভোট। তবে সেই ভোট কথাতে একবারের জন্য ওঠেনি কংগ্রেস, সিপিএমের নাম। এসেছে বিজেপির কথা। নাম না করে মমতা বলেন,''গরিবকে টাকা দিয়ে সাহায্য করে না। কিন্তু ভোট এলে বলে টাকা নেবে, টাকা?''
রাজস্থানে আফরাজুল হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ''বাংলা সভ্যতায় বিশ্বাস করে, মানবিকতায় বিশ্বাস করে। দাঙ্গায় বিশ্বাস করে না।''