কোটি কোটি টাকার চুরি ডাকাতি করেছে, প্লেনে নিয়ে যাচ্ছে: Mamata; এড়ালেন Rajib
রাজীবদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নিজস্ব প্রতিবেদন: বিশেষ বিমানে রাজীব বন্দ্যোপাধ্য়ায়দের দিল্লিযাত্রা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। সোমবার শিলিগুড়ির (Siliguri) উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'কোটি কোটি টাকার চুরি-ডাকাতি করেছে, তাদের চার্টার্ড প্লেনে দিল্লি নিয়ে যাচ্ছে।' সদ্য প্রাক্তন নেত্রীর এহেন মন্তব্যের জবাব দিতে চাননি রাজীব (Rajib Banerjee)। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।
লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। তাঁদের ট্রেনের ভাড়া নিয়ে দিল্লি-কলকাতা একপ্রস্ত বিবাদও শুরু হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। সাংবাদিকদের প্রশ্নে তাঁর প্রতিক্রিয়া,'আমি শুনিনি। কোনও মন্তব্য করব না।'
বাজেট নিয়ে এ দিন মমতা (Mamata Banerjee) মন্তব্য করেন,'হুক্কহুয়া বাজেট। রেল বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ, বিএসএনএল বেসরকারিকরণ ও সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করে দিচ্ছে। এখন কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর চাকরি স্থায়ী নয়, সুরক্ষিত নয়। কারণ সব তো বিক্রি করে দিচ্ছে।'
তাঁর সংযোজন,'কী করেছে বাজেট ভগবান জানে? ভেকধারী সরকারের ফেকধারী বাজেট। মানে কিছুই নেই। কৃষকবিরোধী, জনতাবিরোধী সরকার। সব বিক্রি করে দিচ্ছে। বলি তোমরা আবার কী করবে? আমরা তো করছি।'
আরও পড়ুন- Budget 2021: বাজেটের হৃদয়ে 'গাঁও এবং কিষান' , কৃষক-মন জেতায় নজর PM Modi-র