Budget 2021: বাজেটের হৃদয়ে 'গাঁও এবং কিষান' , কৃষক-মন জেতায় নজর PM Modi-র

'এমন বাজেট দুর্লভ। প্রথম ঘণ্টাতেই ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে', অভিমত নরেন্দ্র মোদীর। 

Updated By: Feb 1, 2021, 04:08 PM IST
Budget 2021: বাজেটের হৃদয়ে 'গাঁও এবং কিষান' , কৃষক-মন জেতায় নজর PM Modi-র

নিজস্ব প্রতিবেদন: 'গাঁও এবং কিসান' বাজেটের (Budget 2021) হৃদয়। এমন দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কৃষক আন্দোলনের মাঝে এ দিন তিনি বলেন, 'কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে নজর দেওয়া হয়েছে বাজেটে (Budget 2021)।' 

এ দিন বাজেটের পর জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন,'কৃষিক্ষেত্রকে মজবুত করা ও কৃষকদের আয় বাড়াতে জোর দেওয়া হয়েছে বাজেটে। কৃষকদের আয় আরও বাড়বে। কৃষি পরিকাঠামো তহবিল থেকে মান্ডিগুলিকে উন্নত করা হবে। এই বাজেটের হৃদয়ে গ্রাম ও কৃষক।'
         
বাজেট (Budget 2021) নিয়ে নরেন্দ্র মোদীর (Narendra Modi) অভিমত,'এমন বাজেট দুর্লভ। প্রথম ঘণ্টাতেই ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। কোভিডের মোকাবিলায় সরকার সাধারণ নাগরিকদের উপরে বোঝা বাড়াবে বলে অনেকে মনে করেছিলেন। কোষাগার ঘাটতি মাথায় রেখেও সরকার বাজেটের আয়তন বেড়েছে। বাজেট স্বচ্ছ হওয়া উচিত। আজ অনেক বিশেষজ্ঞ বাজেটের স্বচ্ছতার প্রশংসা করেছে। করোনার মোকাবিলায় সক্রিয় থেকেছে ভারত। সেই সক্রিয়তা দেখা গিয়েছে আজকের বাজেটেও। ক্ষুদ্র ও ছোট শিল্প ও পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যে বরাদ্দ করা হয়েছে, তা অভূতপূর্ব। পরিকাঠামোয় খরচও বাড়ানো হয়েছে। তা ফলে,আর্থিক বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।'  

সেপ্টেম্বরে সংসদে তিনটি কৃষি আইন পাশের পর থেকে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। ২৬ জানুয়ারি কৃষকদের ট্যাক্টর মার্চকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে দিল্লিতে। ধর্মীয় নিশান ওড়ানো হয় লালকেল্লা চত্বরে। গতকাল 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন,'জাতীয় পতাকার অবমাননায় ব্যথিত গোটা দেশ।' 

আরও পড়ুন- Budget 2021: বাজারে আসছে LIC-র IPO, কোষাগার ভরতে সিদ্ধান্ত Sitharaman-র

.