নিজস্ব প্রতিবেদন : পুরী, মায়াপুরের মতোই দেশজোড়া খ্যাতি রয়েছে মাহেশের রথযাত্রার। কিন্তু গত ৮ বছরে কোনওবারই রথযাত্রায় মাহেশে উপস্থিত থাকতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিবার কলকাতার ইসকনে রথযাত্রা উত্সবে অংশ নেন তিনি। সেখানে রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ সূচনা করেন। এবার অবশ্য ইসকনের পাশাপাশি মাহেশের রথযাত্রাতেও উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার মাহেশের রথযাত্রায় অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাহেশের রথযাত্রায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে মাহেশকে। মাহেশের নাটমন্দির, গেস্ট হাউস, চত্বরের সংস্কার হয়েছে। আরও ভালো করতে হবে সেগুলি। মাহেশে লোকজনদের আসার ব্যবস্থা আরও উন্নতি করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, মাহেশের উন্নয়নে রাজ্য সরকার আগেই ১০ কোটি টাকা দিয়েছে। এলাকার উন্নয়নে আরও ১৫ কোটি টাকা বরাদ্দ করছে সরকার। সংস্কার করা হবে জগন্নাথের মাসির বাড়ি সহ সমগ্র এলাকার। ইতিমধ্যেই ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, তারকেশ্বর মন্দিরের প্রভূত সংস্কার করা হয়েছে বলে জানান তিনি।


আরও পড়ুন, মায়াপুরে ৭০০ একর জমিতে তৈরি হচ্ছে পবিত্র তীর্থ ইসকন নগরী: মমতা  


রথের রশিতে টান দেওয়ার আগে 'জয় জগন্নাথ' ধ্বনি তোলেন তৃণমূল নেত্রী। সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকার বার্তা দেন। এদিকে, পূর্ব পরিকল্পনা মতো এদিন মুখ্যমন্ত্রীর সামনে 'জয় শ্রী রাম' ধ্বনি দেয় বিজেপি। বিজেপির দাবি, "রাম-জগন্নাথ তো আলাদা কিছু নয়। শ্রীকৃষ্ণ-ই বিভিন্ন সময়ে অবতারে অবতীর্ণ হয়েছেন। তাই জগন্নাথের রথযাত্রায় 'জয় শ্রী রাম' বলা যেতেই পারে।"