নিজস্ব প্রতিবেদন: করোনার শীতঘুম নেই। মনে করা হয়, ঠান্ডায় করোনা আরও তেজষ্ক্রিয় হয়ে ওঠে। সে কথা মাথায় রেখে আরও ৫ লক্ষ 'র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট' কিনতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। শীত পড়ার আগে স্বাস্থ্য দফতরের এ হেন তত্পরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আগামী ৩ মাসের জন্য ৫ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের দরপত্র ডেকেছে স্বাস্থ্য দফতর। করোনা কালে এত সংখ্যক কিট অর্ডার রেকর্ড বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই ডাকা হয়েছে অনলাইন টেন্ডার বৈঠক। এত সংখ্যক টেস্ট কিট কেনার যুক্তি হিসাবে অধিকারিকরা বলছেন, শীত পড়লে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। আগামী ৩ মাসে করোনা পরীক্ষা লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 


স্বাস্থ্যভবন সূত্রের খবর,  রাজ্যে মঙ্গলবার পর্যন্ত  প্রায় ৩০ লক্ষ মানুষের কোভিড টেস্ট করা হয়েছে। যার মধ্যে প্রায় ৯ লক্ষ ৩৮ হাজার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেছে রাজ্য। এখনও রাজ্যে মোট ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪ জনের শরীরে সংক্রমণ মিলেছে।


আরও পড়ুন- বিধিনিষেধ মেনে তবেই প্রবেশ, পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ 


উল্লেখ্য, গত বছর নভেম্বর-ডিসেম্বরে প্রথম করোনার হদিশ মেলে চিনে। চিন থেকে দ্রুত হারে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। ইউরোপের বিভিন্ন দেশে করোনা জাঁকিয়ে বসে শীতেই। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, ঠান্ডায় করোনা প্রকোপ বাড়ে। ফের আসছে শীত। বেশি কিছু জায়গায় নতুন করে করোনা-ওয়েভ শুরু হয়েছে। আগাম আঁচ করেই রাজ্য সরকারের এমন তত্পরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।