নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipal Corporation) মেয়র হিসেবে গৌতম দেবের (Goutam Deb) নাম ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেয়রকে বার্তা দিলেন, 'শিলিগুড়ি যেন কলকাতার মতো ঝকঝকে হয়। ট্রাফিক ব্যবস্থার এমন উন্নয়ন হোক যেন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। মানুষের উপর করের বোঝা যেন না বাড়ে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরভোটে (Municipal Election 2022) তৃণমূলের (TMC) জয়জয়কার। ৪ পুরসভাতেই ধরাশায়ী বিরোধীরা। শিলিগুড়ি পুরনিগমে (Siliguri Municipal Corporation) আবার এবার প্রথম বোর্ড গঠন করল রাজ্যের শাসকদল। ৪৭ আসনের এই পুরনিগমে ৩৭ টিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। ৫ আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি (BJP)। আর বামেরা (CPIM) নেমে এল ৩ নম্বর। মাত্র ৪ ওয়ার্ডে জিতেছে তারা। কংগ্রেস ঝুলিতে গিয়েছে একটি আসন। শিলিগুড়ি পুরনিগমের পরবর্তী মেয়র কে হবেন? তৃণমূলনেত্রী নিজেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নাম প্রস্তাব করেন বলে খবর। 


আরও পড়ুন: Municipal Election 2022: বর্ধমান পুর এলাকায় বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য


যেদিন শিলিগুড়ি পুরনিগমে বিপুল জিতল তৃণমূল, সেদিনই উত্তরবঙ্গ সফরে গেলেন দলনেত্রী তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এরপরই নৌকাঘাটে গিয়ে জন্মদিবসে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানান। জনসভায় তৃণমূলনেত্রী বলেন, 'আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। সবাইকে হার্দিক অভিনন্দন। শিলিগুড়ি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অনেক উন্নয়ন করেছি। কলকাতা-শিলিগুড়ি যোগাযোগ অনেক উন্নত হয়েছি। অনেক রাস্তা-ফ্লাইওভার হয়েছে। বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই'। তাঁর আরও বক্তব্য, 'সব সম্প্রদায়কে নিয়ে উন্নয়ন হবে। এখন আমাদের টার্গেট শিল্প'। শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নামও ঘোষণা করেন মমতা।



আরও পড়ুন: Asansol TMC Win By Toss: টসে বদলে গেল দুই প্রার্থী ভাগ্য, আসানসোল পুরভোটে বেনজির ঘটনা


রাতে শিলিগুড়ির উত্তরকন্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, মঙ্গলবার বেশ কয়েকটি বৈঠকের পর হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশ্য রওনা দেবেন তিনি। কেন? স্রেফ সরকারিই নয়, দলেরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)