নিজস্ব প্রতিবেদন : পাহাড় সফরে জনসংযোগে অন্য মুডে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে নিজেই বানালেন মোমো (Mamata Makes Momo)। অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগ জানালেন, দাবিদাওয়া পেশ করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বনির্ভর গোষ্ঠীর নাম অঞ্জু গোষ্ঠী। তার সদস্যাদের সাথেই মোমো বানালেন মুখ্যমন্ত্রী (Mamata Makes Momo)। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা অনুরোধ করেন, তাঁদের কোনও স্থায়ী দোকান নেই। ফলে পাহাড়ে ঠান্ডায়, বৃষ্টিতে তাঁদের বিক্রিবাটায় সমস্যা হয়। মুখ্যমন্ত্রীর কাছে দোকানের আবদার করেন তাঁরা। তাঁদের আবদার মেনে মুখ্যমন্ত্রী জেলাশাসককে নির্দেশ দিলেন দোকান বানাতে।


পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন প্রস্তাবিত 'ক্যাফে হাউসে'র জমিও। তৈরি করে দিলেন থিম সংও। গান বাঁধলেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁকে আবার গাইড করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, পর্যটনের প্রসারে নিয়ে আসা হচ্ছে একাধিক নয়া প্রকল্প।


প্রসঙ্গত, গতকালই পাহাড়ে কফি হাউস তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কলকাতার কলেজ স্ট্রিটের মতোই এবার কফি হাউস হবে দার্জিলিঙয়েও (Cafe House in Darjeeling)। যার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন 'ক্যাফে হাউস'।



আরও পড়ুন, CM Mamata Banerjee: 'ওরা আমার জেলা সভাপতিকে গ্রেফতার করাতে চায়', BJP-র রামপুরহাট রিপোর্টকে তোপ মমতার


 Akhil Giri Attacks Sisir Adhikari: শিশির অধিকারীকে অশালীন ভাষায় 'বেনজির' আক্রমণ অখিল গিরির, বিতর্কে মন্ত্রী


 Rampurhat Arson: নিশানায় পুলিস! বগটুইকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ রামপুহাটের অপসারিত SDPO-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)