নিজস্ব প্রতিবেদন : ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। ফিরবেন ৪ ফেব্রুয়ারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্ন সূত্রে খবর, ১ ফেব্রুয়ারি দুপুরে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর পরদিন ২ তারিখ রয়েছে তাঁর প্রশাসনিক সভা। ফালাকাটাতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এরপরই ওইদিনই আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এরপর ৩ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২ টায় মুখ্যমন্ত্রীর সভা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহার- এই তিন জেলা নিয়ে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৬-র পর ৪ বছর বাদে আবার এই মাঠে সভা করবেন তিনি।


আরও পড়ুন, করোনাকালেও ধারাবাহিক পরিষেবা, রাজ্য় সরকারের প্রশংসা UNICEF ও বিশ্বব্যাঙ্কের


প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটে বাংলা বিজয় টার্গেট বিজেপির (BJP)। সেখানে উত্তরবঙ্গ বিজেপির কাছে অন্যতম প্রায়োরিটি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ধাক্কা খায় তৃণমূল (TMC)। উত্তরবঙ্গে কার্যত ধস নেমেছিল তৃণমূলের ভোটবাক্সে। সেখানে ভালো ফল করে বিজেপি। মোট ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টি বিজেপি ও ১টি পায় কংগ্রেস। তৃণমূল ফেরে খালি হাতে। এবার বিধানসভা ভোটে সেই হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল। 


আরও পড়ুন, একশো দিনের কাজে আবারও দেশের সেরা পশ্চিমবঙ্গ, পরপর ৪বার জাতীয় পুরস্কার