নিজস্ব প্রতিবেদন: তিনি কাটমানি ফেরতের নির্দেশ দিতে বলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘরে বাইরে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজপি ও সিপিএম। এমনকী নানা জায়গায় নিগ্রহের শিকারও হয়েছেন শাসকদলের কর্মীরা। এই পরিস্থিতিতে কাটমানি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ বাড়ি তৈরির জন্য ১০ টাকা খেলেও কাটমানি ফেরত চাইছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আগুন ঝরা ভাষণ দেন মমতা। আর্থক মন্দা ও কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। ফের কটাক্ষ করেন বিজেপির কালো টাকা ফেরত আনার দাবিকে। সঙ্গে কাঠগড়ায় তোলেন সংবাদমাধ্যমকে। 


 



মমতা বলেন, 'কেউ বাড়ি তৈরির জন্য ১০ টাকা খেলেও কাটমানি ফেরত চাইছে। আর ব্ল্যাক মানি নিয়ে কেউ কোনও কথা বলছে না। রাফাল চুক্তিতে কত টাকা লেনদেন হয়েছে কেউ কিছু লিখছে না। সমস্ত সংবাদমাধ্যমকে এরা কিনে নিয়েছে।' 


জেলে গেলে ভাববো স্বাধীনতা সংগ্রাম করছি, TMCP-র প্রতিষ্ঠা দিবসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে ছাত্রযুবদের আরও কঠিন লড়াইয়ের জন্য তৈরি হতে নির্দেশ দেন তৃণমূলনেত্রী।