নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় পর্যাপ্ত চিকিৎসকের অভাবে এদিন কার্যত কেন্দ্রকেই দুষলেন তিনি।  শুক্রবার বিধানভায় নেত্রী বলেন, রাজ্যে বহু সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলেও ডাক্তার অমিল। বেডের সংখ্যা বাড়ানো হলেও পর্যাপ্ত  চিকিৎসক নেই হাসপাতালগুলিতে। মমতার অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে চলে যাচ্ছেন রাজ্যের চিকিৎসকরা। ধুঁকছে রাজ্যের হাসপাতালগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নেত্রীর অভিযোগ, অনেকেই গ্রামে যেতে চান না। যার ফলে পরবর্তীতে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে বলেই আশঙ্কা নেত্রীর। পাশাপাশি নিউরো চিকিৎসকের অভাব, নতুনদের সঠিক কাউন্সেলিং-এর অভাবসহ শুক্রবার বিধানসভায় রাজ্যের চিকিৎসার পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  চিকিৎসক চেয়েও মিলছে না বলেই অভিযোগ নেত্রীর। উল্লেখ্য, তিনি জানিয়েছেন, ধুবুলিয়া, ভাঙর, কালিম্পং-সহ ৩টি জায়গায় বসানো হয়েছে হসপিটাল টেন্টার বসানো হয়েছে। যাঁরা ঠিক মতো কাজ করছেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: ক্লাস বাদ দিয়ে স্কুলেই মদ্যপান শিক্ষকদের, ভয়াবহ অভিযোগ শিলিগুড়ির এক প্রাথমিক স্কুলে 


নেত্রীর দাবি, এ ক্ষেত্রে লড়াই করেও ফল মিলছে না। জিতছে সেই কেন্দ্রই। কাজেই সবমিলিয়ে এ দিন কার্যত হতাশার সুরই শোনা গেল নেত্রীর গলায়।