নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের সভা থেকে তাজপুর বন্দর (Tajpur Sea Port) নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগে তাজপুরে গড়ে উঠবে গভীর সমুদ্র বন্দর। এটাই রাজ্যের প্রথম গভীর সমুদ্র বন্দর। এই বন্দর নির্মাণ সম্পূর্ণ হলে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
- তাজপুরে গভীর বন্দরের নির্মাণকাজে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মেদিনীপুর এবং বাংলার মানুষদের জন্য এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। 
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ব্যবসার বিপুল প্রসার ঘটবে এই বন্দরের মাধ্যমে।
- খড়গপুর সংলগ্ন এলাকার লোহা ও ইস্পাত কারখানার রপ্তানি বৃদ্ধি পাবে।
- পাশাপাশি, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়ার লোহা ও ইস্পাত রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 
- মেদিনীপুর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ও জাপানে সি ফুড রপ্তানি হয়। এই বন্দর হলে সি ফুড রপ্তানিও বৃদ্ধি পাবে। 
- লক্ষ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। সি ফুডের নতুন পরিকাঠামো হবে। 


মুখ্যমন্ত্রী জানান, ওয়েস্ট বেঙ্গল মেরিটাইম বোর্ড ও ডব্লিউবিআইডিসি-র অধীনে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে। এটা বাংলার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।


আরও পড়ুন, CPIM, কংগ্রেস, BJP ৩ ভাই, রক্ষক-ভক্ষক-তক্ষক : Mamata Banerjee


লক্ষ্মীর ধানই বিদায়ঘণ্টা বাজাবে, কৃষকদের সমর্থনে কাল থেকে ব্লকে ব্লকে ধরনা : Mamata Banerjee