নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দফতর চত্বরে 'দুয়ারে সরকার' কর্মসূচিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গতকালই ইচ্ছেপ্রকাশ করেছিলেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তাই তড়িঘড়ি সারা রাত ধরে স্টল তৈরি করা হয় জেলাশাসক দফতর চত্বরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়া সফরে গিয়ে 'দুয়ারে সরকার' কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর সফরে এসে সেই 'দুয়ারে সরকার' কর্মসূচির শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে। একইসঙ্গে ৫ জনের হাতে তুলে দেন স্বাস্থ্যসাথীর কার্ডও। 



'দুয়ারে সরকার' কর্মসূচির অন্যান্য উপভোক্তাদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন জেলাশাসক রশ্মি কমল, পুলিস সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, অজিত মাইতি সহ অন্যান্যরা।


আরও পড়ুন, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে তৃণমূল