জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখ  চব্বিশে। তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কর্মিসভা মমতার। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সারা দেশে I.N.D.I.A। তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। দেগঙ্গার কর্মিসভা থেকেই চ্যালেঞ্জ মমতার। জোটের সওয়ালে শান দিয়েও বামজমানাকে খোঁচা তৃণমূল নেত্রীর।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Mamata Banerjee: 'কয়েকজনের জন্য কার্নিভাল বন্ধ হবে না', আজ থেকেই ফের চালুর নির্দেশ ক্ষুব্ধ মমতার!


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই জোট সারাভারতে থাকবে।বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। বাংলা সারা ভারতকে পথ দেখাবে। বিজেপি আর সিপিএমকে ভোট নয়।' তবে এই সারিতে কংগ্রেসকে আনলেন না নেত্রী। বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে জেলায় জেলায় কর্মসূচিতে নেমে পড়েছে তৃণমূল। 


মমতা বুঝিয়ে দিতে চেয়েছেন, সারা দেশে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যেমন লড়াই করছে তেমনই করবে। কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে। অর্থাৎ, বাংলার ভোটে জোট নয়। অন্যদিকে, চাকলার কর্মিসভা থেকে কেন্দ্রকে অলআউট তোপ মমতার। সব বরাদ্দ বন্ধ করেছে। তবুও বাংলায় ঢালাও উন্নয়ন। ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখায়। বিজেপি ওয়াশিং মেশিন, বিরোধীরা সবাই চোর? প্রশ্নে সরব তৃণমূলনেত্রী।  


এমনকী সিএএ ইস্যুতেও তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সবাই ভারতের নাগরিক। নয়তো রেশন আধার কার্ড কীভাবে? চাকলার কর্মিসভা থেকেই চাঁচাছোলা প্রশ্ন তৃণমূলনেত্রীর। মন্দির উদ্বোধনেও মতুয়া উন্নয়নে শান। তিনি বলেন, 'ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। ভোট এলেই ওরা ঠাকুরবাড়িতে যায়। বড় বড় কথা বলে।'


প্রসঙ্গত, এদিন দেগঙ্গার কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,  নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা হচ্ছে নতুন কোর কমিটি। এতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম-সহ বেশ কয়েকজন। 



আরও পড়ুন, Medinipur: বিজেপি করার অপরাধে ২ বছর ধরে 'বন্ধ' রেশন!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)