তপন দেব: মুখ্যমন্ত্রীর কর্মীসভা। আর সেখানেই অসুস্থ হয়ে পড়লেন দুজন ৷ প্রথমে অসুস্থ হয়ে পড়ে পাঁচ বছরের ছোট্ট মেয়ে মুশকান পারভিন। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে সে ৷ সঙ্গে সঙ্গেই তাকে জল এগিয়ে দেন। এরপর খানিক তাড়াহুড়োর সাথেই সভা শেষ করেন মুখ্যমন্ত্রী। সভা শেষ করেই অসুস্থ মুশকান পারভিনের শুশ্রূষা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাঁচ বছরের ছোট্ট মেয়েটিকে নিজে হাতে জল খাওয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। যাতে যথাযথ চিকিৎসা হয়, সেই উদ্যোগ নেন। পরে একজন বয়স্ক মানুষও অসুস্থ হয়ে পড়েন ৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারে কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কিশোরী অসুস্থ হয়ে পড়তেই তড়িঘড়ি সভা শেষ করে দেন তিনি। মুখ্য়মন্ত্রীকে বলতে শোনা যায়, "কী হয়েছে? অজ্ঞান হয়েছে? জল দাও। আমার কাছে জল আছে। আগে মুখে-চোখে জল দাও। ডাক্তার কে আছে, ডেকে নাও।" তারপরই তড়িঘড়ি সভা শেষ করে দেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, মিটিং-মিছিল পরেও অনেক হবে। কিন্তু আগে ওই কিশোরীকে সুস্থ করতে হবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে এই ভূমিকায় দেখে অভিভূত আলিপুরদুয়ারবাসী। 


প্রসঙ্গত, বিজেপির কিছু নেতা মাঝে মধ্যেই উত্তরবঙ্গে পৃথক রাজ্য গড়ার কথা বলেন। এনিয়ে প্রবল বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কেএলও নেতা জীবন সিংহ এক ভিডিয়ো বার্তায় বলেছেন, কামতাপুরে পা দেবেন না। মঙ্গলবার আলিপুরদুয়ারের সভা থেকে এসব নিয়েই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, "আলিপুরদুয়ার, কোচবিহারের মানুষকে বলব আমরা সবাই এক। কোনওভাবেই বাংলা ভাগ হতে দেব না। আমি রক্ত দেওয়ার জন্য তৈরি।"


আরও পড়ুন, Mamata In Alipurduar: আলিপুরদুয়ারে রেলের বিরুদ্ধে তোপ, উদ্বাস্তুদের বড়সড় আশ্বাস মমতার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)