নিজস্ব প্রতিবেদন: ৩ দিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কপিলমুনির আশ্রমে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্রমের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত। প্রধানমন্ত্রীকে বারবার চিঠি দিয়েও জবাব পাইনি'। সবাইকে কোভিড বিধি মেনে মেলার আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল, বুধবার প্রশাসনিক বৈঠক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী বছর, ২০২২-র ১ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela)। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। পুণ্যস্নান? ১৪ জানুয়ারি। স্রেফ বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ভিনরাজ্য, এমনকী বিদেশ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় আসেন বহু মানুষ। গতকাল, সোমবার মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি কেমন চলছে? কোথায় কী খামতি রয়েছেন? প্রশাসনিক আধিকারিকদের কাছে খোঁজখবর নেন তিনি। এমনকী, বৈঠকে প্রস্তুতি খতিয়ে দেখতে নিজেই ৩ দিনের সফরে গঙ্গাসাগরে যাওয়ার কথাও ঘোষণা মমতা বন্দ্যোপাধ্য়ায়।


আরও পড়ুন: DG: রাজ্য পুলিসের স্থায়ী ডিজি পদে মনোজ মালব্য


এদিন গঙ্গসাগরে পৌঁছেই প্রথমে কপিলমুনি আশ্রমে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্রম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সঙ্গে ছিলেন কপিলমুনি আশ্রমের মোহন্তও। মুখ্যমন্ত্রী বলেন, 'বিশ্বের কোথাও এরকম মেলা হয় না। এই মেলার সঙ্গে সড়কপথের কোনও যোগাযোগ নেই। এখানে যাতায়াতের একমাত্র মাধ্যমে জলপথ। গঙ্গাসাগর বিশ্বের সেরা মেলাগুলির অন্যতম'। তাঁর কথায়,  'প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছিল। কিন্তু গঙ্গাসাগর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে'। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কপিলমুনি আশ্রমের মোহন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'প্রধানমন্ত্রীর পদে' দেখারও ইচ্ছাপ্রকাশ করেন তিনি।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App