নিজস্ব প্রতিবেদন : বিএসএফ বাড়াবাড়ি করছে। কালিয়াগঞ্জের প্রশাসনিক সভা থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিএসএফ বাড়াবাড়ি করছে। ও দিন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, ওদের দায়িত্ব শুধু সীমান্ত দেখা। গ্রামে ঢোকা না।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্টার্ন জোনাল কাউন্সিলের সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন, আরও ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের প্রশাসনিক সভায় সেই বৈঠকের কথা উল্লেখ করে ক্ষোভ উগরে দেন বিএসএফ-এর প্রতি। তোপ দাগেন বিএসএফ-এর উদ্দেশে। একইসঙ্গে হুঁশিয়ারিও দেন।


আরও পড়ুন, কাটমানি রুখতে কর্মসাথী অ্যাপ, ১ লাখ বেকারকে ২ লাখ টাকা করে সাহায্য সরকারের


আরও পড়ুন, টিউমারে ফুলে গিয়েছে মুখ, SSKM-এ কালিয়াগঞ্জের কিশোরীর চিকিৎসার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর


পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "দিল্লিতে যা হচ্ছে, তার প্রভাব যেন এখানে না পড়ে দেখবেন। নজর রাখবেন, ধর্মে ধর্মে যেন সদ্ভাব থাকে। বাইরে থেকে অনেকে আসছে। বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না। কেউ যেন না ঢুকতে না পারে।" এই মর্মে পুলিসকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।