টিউমারে ফুলে গিয়েছে মুখ, SSKM-এ কালিয়াগঞ্জের কিশোরীর চিকিৎসার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর
Mar 03, 2020, 13:35 PM IST
1/5
কমলিকা সেনগুপ্ত : মুখে টিউমার। যন্ত্রণায় কুঁকড়ে যায় শরীর। কিন্তু চিকিৎসার সামর্থ্য নেই। জানা মাত্রই এসএসকেএম-এ চিকিৎসার ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী।
2/5
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সুসা গ্রামের বাসিন্দা দেব বর্মা। নবম শ্রেণির ছাত্রীর মুখে টিউমার। টিউমার এতটাই বেড়ে গিয়েছে যে ঝুলে গিয়েছে বাঁদিকের গাল। কথা বলতে, খেতে কষ্ট।
photos
TRENDING NOW
3/5
এদিন কালিয়াগঞ্জের প্রশাসনিক সভায় সবুজসাথী সাইকেল বিতরণের সময় তা চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। দেখা মাত্র তাঁর কাছে জানতে চান কী হয়েছে? মুখ্যমন্ত্রীকে তখন তাঁর শারীরিক পরিস্থিতির কথা সবিস্তারে খুলে বলেন দেব বর্মা।
4/5
শোনা মাত্রই অবিলম্বে নবম শ্রেণির ছাত্রীর চিকিৎসার নির্দেশ দেন তিনি। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ ওই ছাত্রীর চিকিৎসার নির্দেশ দেন তিনি।
5/5
প্রসঙ্গত, সোমবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা কর্মসূচি 'বাংলার গর্ব মমতা'-র সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের ৭৫ দিনের টাস্ক বেঁধে দেন তিনি। এরপরই এদিন কালিয়াগঞ্জে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী।