`বিড়ালের গলায় ঘণ্টা বাঁধব আমি-ই`, মোদীকে চ্যালেঞ্জ মমতার
`প্রধানমন্ত্রীর সভায় কত খরচ হচ্ছে? টাকার উতস কী? কোন এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে?`
নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিড়াল' বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে নির্বাচনী প্রচার সভায় দাঁড়িয়ে এদিন তৃণমূল নেত্রী বলেন, "বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার দায়িত্বটা আমি নিয়েছি।"
এদিন কাঁথির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার নিয়ে বেনজির আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। "প্রধানমন্ত্রীর সভায় কত খরচ হচ্ছে? টাকার উতস কী? কোন এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে?" প্রশ্ন তোলেন তিনি। এই ব্যাপারে নির্বাচন কমিশন যাতে অবিলম্বে খোঁজ নেয়, তার দাবি জানান তিনি।
আরও পড়ুন, 'হুমকি দিচ্ছেন মমতা!' তৃণমূল নেত্রীর মন্তব্যে কড়া পদক্ষেপ কমিশনের
তিনি অভিযোগ করেন, প্রচারে কোটি কোটি টাকা ব্যয় করছে বিজেপি। বাইক কিনে দিচ্ছে। তোপ দাগেন, "নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট, যা ইচ্ছা করে। বাংলায় ফ্যাসিস্ট কায়দায় সমান্তরাল সরকার চালাচ্ছে। দেশে গণতন্ত্র বাতিল করে দিয়েছে। সবাইকে টাইট দিয়ে রেখেছে। সবাই ভয়ে চুপ।"
আরও পড়ুন, "২০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৬ লাখ ভোটে জিতব"
এরপরই তিনি বলেন, "তাই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার দায়িত্ব আমি নিয়েছি।" আরও বলেন, মোদীকে 'কাঁকর-স্টোনচিপ মেশানো মাটির লাড্ডু' খাওয়াবেন তিনি।