নিজস্ব প্রতিবেদন: সোমবার সকালেই টুইট করে কেন্দ্রের কাছে JEE এবং  NEET পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের পর এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে পরীক্ষা স্থগিতের আবেদন জানালেন মমতা। করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে সেপ্টেম্বরে জেইই-নিট (JEE-NEET)-এর পরীক্ষাসূচি পুনর্বিবেচনা করা হোক বলেই চিঠিতে আর্জি জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে মুখ্যমন্ত্রীর আবেদন, "শিক্ষামন্ত্রক NEET এবং JEE-এর পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা আমাদের পড়ুয়াদের নিয়ে গর্বিত। তাঁরা যথেষ্টই প্রতিভাসম্পন্ন। এই করোনা পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই তাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত। এই অবস্থায় পরীক্ষা দেওয়া তাঁদের স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ। 


আরও পড়ুন:  আদিবাসী বিধবা মহিলার গণধর্ষণ কাণ্ডে আরও ৩ গ্রেফতার


তিনি আরও বলেন, আশা করি কেন্দ্র এমন কোনও সিদ্ধান্ত নেবে না যাতে তাঁরা পড়ুয়াদের সমস্যা হয়। আমি নিশ্চিত কেন্দ্র এই মতামত বিবেচনা করবে। এবং পরিস্থিতি আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেবে। 


উল্লেখ্য, এর আগেও UGC-র পরীক্ষা নিয়েও কেন্দ্রের সঙ্গে দ্বিমত পোষণ করে রাজ্যসরকার। মমতা জানান, মঞ্জুরি কমিশন নির্দেশিকা দিয়ে স্কুল-কলেজে পরীক্ষা করানোয় যে ভাবে তত্পরতা দেখাচ্ছে, তাতে পড়ুয়াদের জীবনের ঝুঁকি বাড়ছে প্রবল। এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অসন্তোষ প্রকাশও করেছেন মমতা।


উল্লেখ্য, সুপ্রিম কোর্টও খারিজ করে দেয় পরীক্ষা না হওয়ার পড়ুয়াদের আবেদন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, করোনা পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। সময় লাগবে। তা বলে, পড়ুয়াদের ভবিষ্যত্ বিপদের মুখে ফেলে দেওয়া যায় না বলেই মনে করছে শীর্ষ আদালত।