ওয়েব ডেস্ক: দেশের স্বার্থে, দশের স্বার্থে রাজনীতিতে আসুক তরুণ প্রজন্ম। আহ্বান মুখ্যমন্ত্রীর। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনিক বৈঠকে এনিয়েই ছাত্রছাত্রীদের সঙ্গে চলল খোলামেলা মুডে আড্ডা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছাত্রসমাজকে রাজনীতির আঙিনায় পা রাখার আহ্বান। ঘরে বসে, রকে বসে রাজনীতিকদের দোষ-ভুল বিচার নয়, বরং এগিয়ে এসে নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার ডাক মুখ্যমন্ত্রীর গলায়।


কখনও হাসিঠাট্টা। কখনও সিরিয়াস টোন। রাজনীতির অ-আ-ক-খ পড়ুয়াদের বোঝালেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের কাছেওছিল ভুরি ভুরি অভাব-অভিযোগ-প্রশ্ন।


পাকেচক্রে পড়ে রাজনীতি নয়। জনসেবার উদ্দেশ নিয়ে আসা, পড়ুয়াদের এই বার্তাই এদিন দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে গেলেন, নতুন প্রজন্মের রাজনীতির জগতে এগিয়ে আসার প্রয়োজনীয়তা। (আরও পড়ুন- প্রশাসনিক বৈঠকে প্রশংসিত ভাইপোর 'বিশুদ্ধ বাংলা')