ওয়েব ডেস্ক : হাসপাতাল থেকে পৌছেছিল মৃত্যু সংবাদ। ফোন পেয়ে ছুটে এসেছিলেন আত্মীয়-স্বজনরা। ফুল-মালা নিয়ে হাসপাতালে পৌছে তাদের চোখ কপালে। কোথায় মৃত্যু? দিব্যি হেঁটে বেড়াচ্ছেন ওই রোগী। ছড়াল চাঞ্চল্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সপ্তাহ ধরে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ব্যাঁটরার জয় নারায়ণ পাণ্ডে। বুধবার সকালে ব্যাঁটরা থানা থেকে ফোনে মৃত্যু সংবাদ পান পরিজনেরা। ব্যাঁটরার মধুসূদন পালচৌধুরী লেনে নেমে আসে শোকের ছায়া। সংসারে একা জয়নারায়ণের সত্কারের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরা। খবর চলে যায় দূরে থাকা আত্মীয়দের কাছে। ফুল, মালা আর শববাহী গাড়ি নিয়ে তাঁরা পৌঁছে যান হাসপাতালে।


আরও পড়ুন- রসপুঞ্জের ছায়া এবার আমতায়; খুন তৃণমূল নেতা


শোকগ্রস্ত মানুষগুলির জন্য সেখানে অপেক্ষা করছিল বড় চমক। মৃত্যু সংবাদ ভুল। বেঁচে আছেন জয় নারায়ণ! অভিযোগ ইস্যু হওয়া ডেথ সার্টিফিকেট ছিড়ে ফেলে দেন হাসপাতাল কর্মীরা। ওই রোগীকেও ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ রোগীর পরিজনরা। ঘটনার তদন্ত চেয়ে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওয়ার্ডের মধ্যে ঘুরছিলেন জয়নারায়ণ পাণ্ডে। তখনই তাঁর খালি বেডে চলে আসেন অন্য একজন। জয়নারায়ণ পাণ্ডের বেডেই তাঁর মৃত্যু হয়। আর সেখান থেকেই বিভ্রান্তির শুরু।