নিজস্ব প্রতিবেদন: বছর দুয়েক আগে আচমকাই নিখোঁজ হয়ে যান। মা-কে খুন কি দেহ বাড়িতে পুঁতে রেখেছে ছেলে? স্বামীর 'কীর্তি' ফাঁস করে দিলেন স্ত্রী!  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল বর্ধমানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বর্ধমান শহর লাগোয়া হাঁটুদেওয়ান পীরতলা ক্যানেলপার এলাকার বাসিন্দা সুকরানা বিবি। তাঁর দুই ছেলে। বড় ছেলে কিসমত আলি আলাদা থাকেন। ছোট ছেলে শেখ নয়ন আলির সঙ্গে থাকতেন সুকরানা। ঘুরতে যেতে বরাবরই ভালোবাসতেন। ২০১৯ সালের ১০ জানুয়ারি হঠাৎ-ই উধাও হয়ে যান তিনি। কোথায় গেলেন? বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছিলেন বড় ছেলে। কিন্তু মা-র সন্ধান মেলেনি। শেষপর্যন্ত নিখোঁজ ডায়েরি করেন থানায়।


আরও পড়ুন: Siliguri: জোড়া প্রেমিকাই শুধু নয়; খুনের সংখ্যা আরও বেশি হতে পারে, অনুমান পুলিসের


এদিকে আবার গত কয়েকদিন ধরে স্ত্রী সঙ্গে অশান্তি চলছিল ছোটছেলে নয়নের। অশান্তি এমন জায়গায় পৌঁছেছিল যে, স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান নয়নের স্ত্রী। ভাইয়ের সংসারে অশান্তি মেটাতে তৎপর কিসমত। বাপের বাড়িতে গিয়ে যখন নয়নের স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। স্ত্রী জানান, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে মা-কে খুন করেছেন নয়ন! দেহ পুঁতে রেখেছেন ঘরের মেঝেতে! এমনকী, তাঁকে খুন করেও মাটি পুঁতে রাখার হুমকি দিয়েছে স্বামী। এরপর সোজা থানায় গিয়ে পুলিসকে সবটা জানান কিসমত। অভিযুক্ত শেখ নয়ন আলিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সতত্য যাচাই করার জন্য ঘরের মেঝে খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)