সন্দীপ ঘোষ চৌধুরী: ছবি দেখিয়ে নেওয়া হত অর্ডার, তারপর 'ক্য়াশ অন ডেলিভারি'! পূর্ব বর্ধমানের কাটোয়ায় বোমার কারবার চলছিল অনলাইনে। অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। উদ্ধার হল ৬ তাজা বোমাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ধৃতের নাম মকবুল শেখ। বাড়ি, কাটোয়ার মূলটি গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে মকবুলের বাড়িতে অভিযান চালায় পুলিস। তখন শৌচাগারের ছাদের তুষের উপর রেখে ৬ তাজা বোমা শুকোতে দিয়েছিল সে। স্রেফ বোমগুলি উদ্ধার করাই নয়, চক্রের মূল পাণ্ডা মকবুলকেও গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত  করেছে পুলিস। সেই ফোন থেকে বোমা বিক্রি সংক্রান্ত অনেক তথ্য পাওয়া গিয়েছে।



আরও পড়ুন: Fake Marksheet Fraud Racket: অজয়ের পাড়ে নির্জন রিসর্টে জাল মার্কশিটের কারখানা, হানা দিল আহমেদাবাদ পুলিস


কাটোয়া SDPO কৌশিক বসাক জানিয়েছেন, দেড়মাস আগে কেরল থেকে ঘরে ফিরেছে মকবুল। তার আদি বাড়ি বর্ধমানে মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রামে। কিন্তু ৭ বছর আগে সেই বাড়ি ছেড়ে দিয়েছে সে। পুলিস সূত্রে খবর, স্মার্টফোন কাজে লাগিয়ে বোমা ব্য়বসা ফেঁদেছিল মকবুল।  অর্ডার দিলেই সোজা বাড়িতে পৌঁছে যেত বোমা। প্রতিবেশীরা জানিয়েছেন, মকবুলের বাড়ি প্রায়ই অচেনা লোকজন আসত। তাদের আত্মীয় বলেই জানতেন তাঁরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)