নিজস্ব প্রতিবেদন: ছেলের বিরুদ্ধে নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে ‌যাওয়ার অভি‌যোগ। কিন্তু পুলিস ছাড়বে কেন? অভি‌যুক্তকে না পেয়ে বাবাকেই তুলে নিয়ে গেল পুলিস! রিষড়ার এস এন রোডের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আকাশ তাঁতি নামে এখানকার এক ‌যুবক এক নাবালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে ‌যায় বলে অভি‌যোগ। এরপর কিশোরীর পরিবার থানায় অপহরণের অভি‌যোগ করে। সেই অভি‌যোগ পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিস।


‘অপহরণ’ এর তদন্তে নেমে আকাশের বাড়ি চলে আসে পুলিস। দেখা ‌যায় বাড়িতে নেই আকাশ। এরপর আকাশের বাবা অশোক তাঁতিকে টানা জেরা করা হয়। কিন্তু আকাশের কোনও খোঁজ আশোকবাবু দিতে পারেননি। এরপরই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে ‌যায় পুলিস। বাবাকে ধরে ছেলের নাগাল পাওয়ার জন্যই পুলিশ অশোকবাবুকে তুলে নিয়ে ‌গিযেছে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এদিকে, সোমবার সকালেই বাড়ি ফিরে এসেছে আকাশ তাঁতি। সঙ্গে সেই নাবালিকাও। এরপর পর পুলিশ আশাকবাবুকে ছেড়ে দেয়।


আরও পড়ুন-বড়দিনের উপহার: নয়ডা-দিল্লি মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী, নিমন্ত্রিতই নন কেজরি!