ওয়েব ডেস্ক: বাবা-মাকে মারধর করত ছেলে। প্রতিবাদ করায় নিজের দাদা, বৌদি, খুড়তুতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাল যুবক। ঘটনা নদিয়ার চাপড়ার জামরিডাঙা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে।


মেখলিগঞ্জ PTTI নিয়ে নড়েচড়ে বসল নবান্ন, তলব করা হল রিপোর্ট


অভিযোগ, প্রতিদিনই নিজের বাবা-মাকে মারধর করত রমেশ ঘোষ। গত সন্ধ্যায় বাবা-মাকে মারার সময় প্রতিবাদ করে দাদা শৈলেন, বৌদি আরাধনী ও খুড়তুতো ভাই মানিক। এরপরই এই তিনজনকে ধারালো অস্ত্র গিয়ে কোপায় রমেশ। চিত্কার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী ছুটে আসতেই চম্পট দেয় রমেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তের খোঁজে তল্লাসি জারি।


২৪ ঘণ্টার খবরের জের, মেখলিগঞ্জ পিটিটিআইতে শুরু হল মার্কশিট বিলি