২৪ ঘণ্টার খবরের জের, মেখলিগঞ্জ পিটিটিআইতে শুরু হল মার্কশিট বিলি

Updated By: Oct 12, 2017, 09:27 PM IST
২৪ ঘণ্টার খবরের জের, মেখলিগঞ্জ পিটিটিআইতে শুরু হল মার্কশিট বিলি

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার খবরের জের। চাপের মুখে নতি স্বীকার করল মেখলিগঞ্জ পিটিটিআই কর্তৃপক্ষ। শুরু হয়ে গেল মার্কশিট বিলি। মেখলিগঞ্জে সমস্যা মিটলেও বিক্ষোভ শুরু পুরুলিয়ায়। রেজাল্টের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে বিক্ষোভ পিটিটিআই প্রশিক্ষিতদের।

পিটিটিআই পড়ুয়াদের টানা তিন দিনের বিক্ষোভের পর  অবশেষে টনক নড়ল কোচবিহারের মেখলিগঞ্জ পিটিটিআই কর্তৃপক্ষের। টানা বিক্ষোভের পর স্বস্তিতে পড়ুয়ারা। নির্ধারিত ছিয়ানব্বই হাজার টাকা দেওয়ার পরেও মার্কশিট পেতে হলে দিতে হবে ৩-৪ লক্ষ টাকা। দাবি ছিল কলেজের। বিক্ষোভের মুখে কলেজ পরিচালন সমিতির সম্পাদক অভিযোগ করেন ওপরতলায় ঘুষ দিতে হয় তাঁদের। শেষ পর্যন্ত নবান্নর তত্পরতা, জেলা প্রশাসনের চাপে পিছু হঠে কলেজ কর্তৃপক্ষ।

মেখলিগঞ্জের বিক্ষোভ মেটার দিনেই পিটিটিআই প্রশিক্ষিতদের বিক্ষোভ শুরু পুরুলিয়ায়। অভিযোগ, ৫ মাস আসে কোর্স শেষ হয়ে গেলেও এখনও জেলার বিভিন্ন পিটিটিআই-কলেজের রেজাল্ট বের হয়নি। রেজাল্টে দেরি হওয়ায় টেট-এর ফর্ম ফিলাপ করা যাচ্ছে না। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে তাই বিক্ষোভ।

.