নিজস্ব প্রতিবেদন: বিবাহ বহির্ভূত  সম্পর্কের কথা জেনে গিয়েছিল পরিবার, প্রতিবেশীরা। সালিশি সভা করে তা সমাধানের চেষ্টাও হয়েছিল। আর তারই অপমানে আত্মঘাতী প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।  মৃতের নাম সুকদেব সর্দার (৪৫)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ক্যানিংয়ের ৪ নম্বর গোলাবাড়ি এলাকার বাসিন্দা সুকদেব স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। সেখানেই এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি তাঁদের সম্পর্কের কথা পরিবারে জেনে যায়। বিষয়টি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও জানতে পেরে যান সুকদেবের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এরপর গ্রামবাসীরা সালিশি সভা বসায়।


মনুয়াকাণ্ড: নৃশংস হত্যালীলার সাজা ঘোষণা আজ, 'ফাঁসি চাই' পোস্টারে ছয়লাপ আদালত চত্বর


সেই সভায় সুকদেব, তাঁর পরিবারের সদস্যদের সামনেই প্রেমিকাকেও হাজির করা হয়। সভায় সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। সভায় অপমানিত বোধ করেন সুকদেব। এরপর বাড়িতে ফিরে নিজের ঘরে চলে যান। দীর্ঘক্ষণ না সাড়া দেওয়ায়  পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তাঁরা দেখতে পান, ঘরে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন সুকদেব।  তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।


প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, অপমানে আত্মঘাতী হয়েছেন সুকদেব। তদন্ত শুরু করেছে ক্যানিং পুলিস।