নিজস্ব প্রতিবেদন : অসাবধানতায় গায়ের চাদরটা জড়িয়ে গিয়েছিল গম ভাঙার মেশিনে। আর তাতেই বাধল বিপত্তি। বেঘোরে প্রাণ হারালেন এক প্রৌঢ়। মৃতের নাম শক্তিপদ পাল। বয়স ৫৫ বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, মধ্যরাতে জেরা, সকালে সিজিও কমপ্লেক্সে কী করলেন SVF কর্ণধার শ্রীকান্ত মোহতা?


চন্দ্রকোণার পলাশচাবড়ী রামপুর এলাকার বাসিন্দা ছিলেন শক্তিপদ পাল। গ্রামেরই একটি মিলের মেশিনে গম ভাঙাতে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানেই নিজের অসাবধানতায় বিপদ ডেকে আনে শক্তিপদ বাবু। মেশিন চলাকালীন তা ডিঙোতে যান তিনি। আর সেই সময়ই শক্তিপদ বাবুর গায়ে থাকা চাদরটি জড়িয়ে যায় গম ভাঙার মেশিনে। চাদর মেশিনে জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে টেনে নেয় মেশিন।


আরও পড়ুন, কলায় 'অরুচি', দুই বাঁদর মিলে পেটপুরে খেল চিপস!


এরপরই ফিতেয় টানা হয়ে কয়েক পাক ঘুরতে থাকে ওই ব্যক্তি। এদৃশ্য দেখে উপস্থিত ব্যক্তিরা তড়িঘড়ি বন্ধ করে দেন মেশিন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে শক্তিপদ পালের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন শক্তিপদ পালকে। ময়না তদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে শক্তিপদ পালের দেহ।