নিজস্ব প্রতিবেদন : চায়ের দোকানে বসা নিয়ে বচসা বেঁধেছিল। তা থেকে বেঁধে গেল রক্তারক্তি কাণ্ড। দোকানদার ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বনগাঁর ধরমপুকুরিয়া এলাকায় বিশ্বজিত মোদকের চায়ের দোকান। ওই এলাকারই বাসিন্দা অঘোর। পড়শি বিশ্বজিতের দোকানে নিয়মিত চা খেতে আসতেন তিনি। কিন্তু বিশ্বজিতের দোকানে অঘোরের চা খেতে যাওয়া নিয়ে তীব্র আপত্তি ছিল অঘোরের স্ত্রীর।


আরও পড়ুন, সম্পর্কে টানাপোড়েন, কোন্নগরে ভরসন্ধ্যায় বাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন স্বামীর


বৃহস্পতিবার বিকেলে ফের বিশ্বজিতের দোকানে চা খেতে যান অঘোর। কিন্তু সেইসময় অঘোরকে দোকান থেকে চলে যেতে বলেন বিশ্বজিত। তাঁর দোকানে বসতে বারণ করেন। এরপর সন্ধ্যাবেলা অঘোরদের বাড়িতে যান বিশ্বজিত।


আরও পড়ুন, হাটে পরিচিত যুবকের সঙ্গে গল্প, গৃহবধূর উপর মধ্যযুগীয় নির্যাতন মোড়লদের, ভিডিও ভাইরাল


অভিযোগ, অঘোরের স্ত্রীর সঙ্গে যখন বিশ্বজিত কথা বলছিলেন, তখন আচমকাই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন অঘোর। বাবাকে বাঁচাতে এসে গুরুতর জখম হয় বিশ্বজিতের ছেলেও। বর্তমানে বাবা-ছেলে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস।