নিজস্ব প্রতিবেদন: ফের তৃনমূল এর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠলো বীরভূমের ইলামবাজার থানার জগদলপুর গ্রাম। রাতভর চললো ব্যাপক বোমাবাজি, চললো গুলি। তৃণমূলের বুথকমিটি নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতভর  মুহুর্মুহু বোমাবাজি ও গুলি চলল গ্রাম জুড়ে। এখনও গ্রামে পড়ে রয়েছে তাজা বোমা, গুলির খোল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কন্যাসন্তানের জেরেই মানসিক অবসাদ নাকি পরকীয়া, রহস্য দানা বাঁধছে বেলেঘাটা খুনে


গ্রামের তৃনমূল বুথ সভাপতি মানোয়ার সেখ এর বাড়িতেও বোমাবাজি করা হয়। চালানো হয় গুলি। তার বাড়িও ভাঙচুর ও করা হয়েছে । খোদাবক্স শেখ ও নাজির শেখ গোষ্ঠীর সঙ্গে মানোয়ারা শেখ গোষ্ঠীর দ্বন্দ্বেই এই ঘটনা বলে অনুমান।  দু দিন আগেই বুথ কমিটি নির্বাচন ঘিরে সংঘর্ষ হয় এই দুই গোষ্ঠীর মধ্যে।  আহত হয় বেশ কয়েকজন। গতকাল রাত্রে বহিরাগত লোকজন এনে খোদাবক্স ও নাজির সেখ গ্রামে হামলা চালায় বলে অভিযোগ।  রাত থেকেই ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিস বাহিনী।


আরও পড়ুন: পুলিসের নিষেধ শুনল না বিজেপি, 'ভারত মাতা' পুজো নিয়ে তুলকালাম হাওড়ায়