ভারত-বাংলাদেশ সীমান্তে গাড়ি তল্লাশি করে চোখ ছানাবড়া পুলিসের, বেরিয়ে এল বিপুল টাকার ইয়াবা ট্যাবলেট
জালে ৩ মাদক পাচারকারী
নিজস্ব প্রতিবেদন: পাচার হওয়ার পথে বিপুল টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিস। জালে ৩ মাদক পাচারকারী।
রবিবার রাতে একটি মারুতি গাড়িতে কোচবিহারের চাংরাবান্দা থেকে বিপুল পরিমাণ মাদক ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ি। গোপন সূত্রে ওই খবর চলে আসে পুলিসের কাছে।
আরও পড়ুন-সরকারের কোনও ভূমিকা নেই, পুলিস-পুরসভা দায়িত্ব এড়াতে পারে না, টিকা-কাণ্ডে Mamata
ওই খবরের ভিত্তিতে চাংড়াবান্দার ওঁত্ পেতে ছিল ময়নাগুড়ি(Maynaguri) থানার পুলিস। শেষপর্যন্ত ভারত-বাংলাদেশের চাংড়াবান্দার কলসিবান্দায় আটক করা হয় ওই মারুতি গাড়িটিকে। তল্লাশি চালাতেই গাড়ি থেকে বেরিয়ে আসে ইয়াবা ট্যাবলেটে ঠাসা একাধিক বাক্স।
পুলিসের অনুমান ওই বিপুল পরিমাণ ট্যাবলেটের দাম হতে পার ৬০ লাখ টাকা। এনিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিস সুপার(গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া বলেন, ধৃতরা হল আজিজুল মিঞা(৩৮), বিপ্লব আলি(৩২) ও হজরত মিঞা(২৪)। এরা সবাই কোচবিহারের(Coachbeher) বাসিন্দা।
আরও পড়ুন-হাওয়ালা চার্জশিটে আমার নাম নেই, ভুল তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী: Dhankhar
উল্লেখ্য, ধৃত ওই ৩ জনকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের ৭ দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)