ওয়েব ডেস্ক: মানসিক ভারসাম্যহীন তরুণী হঠাত্‍ই ফিরে পেলেন স্মৃতি । বলে উঠলেন বাড়ির ঠিকানা , বাবা মায়ের নাম। ফিরে পেলেন পরিবার । পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী সিংয়ের গল্প হার মানাচ্ছে জমাটি চিত্রনাট্যকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম মাতঙ্গিনী সিং। সকলে চেনে ময়না নামে। এঁর জীবনের চিত্রনাট্য সিনেমাকেও হার মানাবে। ছবির নায়িকার মতোই মাতঙ্গিনীও হঠাত্‍ই ফিরে পেয়েছেন নিজের লুপ্ত অতীতকে। ফিরে পেয়েছেন নিজের পরিবার।


মাতঙ্গিনীর বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়না থানার হরিদাসপুরে। ৯ বছর আগে পশ্চিম মেদিনীপুরে আত্মীয় বাড়িতে গিয়ে হারিয়ে যান তিনি। মাতঙ্গিনীকে উদ্ধার করে নিমতৌড়ির স্নেহনীড়ে রেখে যায় খড়্গপুর থানার পুলিস । স্মৃতিশক্তি হারানো মাতঙ্গিনী সব প্রশ্নের উত্তরে একটাই কথা বলেছিলেন, 'ময়না'। সেই থেকে মাতঙ্গিনী হয়ে গেলেন ময়না। স্নেহনীড়ে থেকে হাতের কাজ শিখলেন। ৯ বছরে নিজস্ব এক জগত্‍ তৈরি হয়ে গেল তাঁর। তারপর দিনকতক আগে হঠাত্‍ই ফিরে পেলেন স্মৃতিশক্তি । নামধাম, সব জানালেন কর্তৃপক্ষকে। মায়ের হাত ধরে বাড়ি ফিরলেন মাতঙ্গিনী। কেনই বা সব হারানো? কী করেই বা সব ফিরে পাওয়া? তাঁর জীবনের এই চিত্রনাট্য লিখলেন কে?


দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা