সংক্রান্তিতে আবহাওয়া দফতরের পূর্বাভাসেও `পিঠে-পুলির স্বাদ`
একদিকে বাংলাদেশের উপর ঘনীভূত ঘূর্ণাবর্ত, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। দুয়ের দাপটে পৌষ সংক্রান্তির দিনে শীতেরও শিরে সংক্রান্তি। পারদ চড়ে ১২-র কোটায়।
নিজস্ব প্রতিবেদন : একদিকে বাংলাদেশের উপর ঘনীভূত ঘূর্ণাবর্ত, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। দুয়ের দাপটে পৌষ সংক্রান্তির দিনে শীতেরও শিরে সংক্রান্তি। পারদ চড়ে ১২-র কোটায়।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। তবে গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটাই বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও চড়বে পারদ। তাপমাত্রা ১৩ ডিগ্রি ছুঁতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, ভক্তের ঢল গঙ্গাসাগরে, পুণ্যতিথিতে চলছে পুণ্যস্নান
যদিও এখনই শীত বিদায় নিয়েছে বলে মনখারাপ করার কোনও কারণ নেই। কারণ অভয় আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দিনদুয়েক পর ফের নামবে তাপমাত্রা। পারদ ফের পৌঁছতে পারে দশের কোটায়। ফলে ফের পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা।