ওয়েব ডেস্ক : পুজোর শপিং হোক কিংবা পুজোর দিনগুলিতে ঠাকুর দেখা, মেট্রোতে ওঠার সময় টিকিট কাউন্টারের লাইনে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত। আর এবার ট্রেনে ওঠার ক্ষেত্রেও লাইনে দাঁড়ানোর পরামর্শ দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। আজ থেকেই সব স্টেশনে স্টেশনে ঘোষণা করা হবে, যেন ট্রেনে ওঠার জন্য লাইন দেন যাত্রীরা। অর্থাত, আগে লাইনে দাঁড়ালে তবেই ট্রেনে ওঠার রাস্তা সহজ হবে। কিন্তু, কেন হঠাত এরকম ঘোষণা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেট্রো কর্তৃপক্ষ বলছেন, পুজোর আগে বা পুজোর সময় মেট্রোয় প্রতিদিন গড়ে যাত্রী সংখ্যা দু থেকে তিন লক্ষ বেশি হয়। ফলে, ট্রেনে ওঠার সময়ও হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। কারণ, প্রত্যেকেই চাইছেন আগে ট্রেনে উঠতে। আর এতেই যত বিপত্তি। কেউ পড়ে যাচ্ছেন, কারও জিনিসপত্র ছিটকে যাচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা, অনেক সময়ই মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছে না।ফলে, ট্রেনও ছাড়া যাচ্ছে না। তাই সব মিলিয়ে নাজেহাল মেট্রো কর্তৃপক্ষ এবার লাইনে দাঁড়ানোর পরামর্শ দিতে চলেছেন।


আর সেক্ষেত্রে টিকিট কেটে তড়িঘড়ি প্ল্যাটফর্মে নেমেই দাঁড়িয়ে পড়তে হবে লাইনে। তবেই কিন্তু আপনি ট্রেনে ওঠার সুযোগ পাবেন। আর যদি ভাবেন, একটু পায়চারি করে যখন ট্রেন আসবে, তখন উঠবেন, কিংবা প্ল্যাটফর্মে থাকা টিভিতে চলা সিনেমার ক্লিপিংস দেখে নেবেন, তাহলে কিন্তু মুশকিল।লাইনে না দাঁড়ানোর জন্য ট্রেন ফসকে যেতেই পারে।


তবে, মেট্রো কর্তৃপক্ষের এমন নিয়মে কতটা অভ্যস্থ হবেন যাত্রীরা! এবং এই পুজোর ভিড়ে প্রশাসনের তরফে নজরদারি কেমন থাকবে, সেটাই এখন দেখার।