নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন শুভেন্দু অধিকারী। বাদ গেলেন না ভাই সৌমেন্দুও। কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসককে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে বুলেটপ্রুফ গাড়িও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের ভোটের আগে রাজ্যে দলবদলের হিড়িক পড়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারী একা নন, ভোটের আগে গেরুয়াশিবিরের নাম লিখিয়েছিলেন অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দুও। এরপর তাঁকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকী, ত্রিপল চুরির অভিযোগে সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে কাঁথি থানায়। মামলা চলছে হাইকোর্টে।


আরও পড়ুন: Chandrakona: সুজাতা মণ্ডলের সামনেই উঠল 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ' স্লোগান, ভাইরাল হল ভিডিয়ো


এদিকে প্রথম দফার ভোটের দিনে নিজের খাসতালুক কাঁথি দক্ষিণে হামলার মুখে পড়েন সৌমেন্দু অধিকারী। সেদিন রিগিংয়ের অভিযোগ পেয়ে র ২০৬ ও ২০৭ নম্বর বুথে গিয়েছিলেন। অভিযোগ, বুথের বাইরে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আহত হন গাড়ির চালক। কারা হামলা চালাল? তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতির বিরুদ্ধে আঙুল তুলেছিলেন সৌমেন্দু। নিরাপত্তা চেয়ে কেন্দ্রের সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)