নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর পরদিন রাতে ক্লাব ভাঙচুরের অভিযোগ উঠল চিংড়িহাটায়। অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে।  অভিযোগ কালীপুজোর দিন এক যুবককে মারতে চিংড়িহাটার শান্তিনগরের এক ক্লাবে যায় এক দল দুষ্কৃতী। সে সময় যুবককে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে ক্লাব সদস্যরা আটকে দেয় । এরপরে রবিবার রাতে ওই ক্লাবে ভাঙচুর চালায় ওই দুস্কৃতীর দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সেনাবাহিনীতে যোগ দিয়েই বিয়ে, ৩ মাসের মেয়ে কোলে কফিনবন্দি সুবোধের ফেরার অপেক্ষায় স্ত্রী



অভিযোগ বিধাননগর পৌরনিগম এর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সর্দারের  লোকজন  ক্লাবে ঢুকে ভাঙচুর ও মারধর করেছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। আহতরা SSKM হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের ঘটনার খবর পেয়ে বিধাননগর সাউথ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে  বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অপর দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তিনি বা তাঁর দলের কেউ জড়িত নয়।