নিজস্ব প্রতিবেদন : MIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মিম-এর বীরভূম জেলা সম্পাদক শোয়েব আক্তার। শুধু একা তিনি নন। তাঁর নেতৃত্বে বহু কর্মী ও সমর্থকও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই এর ভাদিশ্বরে। আজ ভাদিশ্বরে তৃণমূলের একটি যোগদান সভা ছিল। সেখানেই শোয়েব আক্তার সহ অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তৃণমূলে যোগদানের পর শোয়েব আক্তার বলেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন হয়েছে, তাতে অভিভূত তিনি। তাই আজ MIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।  


অন্যদিকে, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল দাবি করেন, আজ প্রায় ৬ হাজার MIM-এর সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামীদিনেও করবেন। জানান, অনেকদিন ধরেই তাঁরা তলায় তলায় সংগঠন করেছিলেন। আজ সরাসরি দলে চলে এলেন। একইসঙ্গে এদিন দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন তিনি।  


আরও পড়ুন, কেন্দ্রভিত্তিক আসন রফা নিয়ে প্রথম বাম-কংগ্রেস বৈঠক, আব্বাসের চিঠির প্রাপ্তিস্বীকার বিমানের