মুখ্যমন্ত্রী প্যাকেজে `না`, মালিকদের শর্ত না মানলে পথেই নামবে না মিনিবাস
মূলত তিনটি শর্ত নিয়ে কাল পরিবহণমন্ত্রীর কাছে যাচ্ছে মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি।
নিজস্ব প্রতিবেদন: বৈঠক, আবেদন, পাল্টা আবেদনের পরও বাস জট কাটছে না। বেসরকারি বাসের পর এবার মিনিবাস। প্যাকেজের বিষয়ে শর্ত না মানলে একই পথে হাঁটতে চলেছে মিনিবাস মালিক সংগঠনও। তাদের বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে । মূলত তিনটি শর্ত নিয়ে কাল পরিবহণমন্ত্রীর কাছে যাচ্ছে মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি।
আরও পড়ুন: বাস যন্ত্রণা কমাতে কলকাতার রাস্তায় যাত্রীদের পরিষেবা দেবে উত্তরবঙ্গ পরিবহণ নিগম
তাঁদের দাবি, লকডাউনে যে সমস্ত বাস ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে প্যাকেজে তাদের অগ্রাধিকার দিতে হবে। মাসিক ১৫ হাজার টাকার প্যাকেজ তিন কিস্তিতে দিতে হবে। ফের বাসে পুলিসের কেস দেওয়া শুরু হয়েছে। তা বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন : সোমবারের পর রাজ্যজুড়ে আরও তীব্র বাস যন্ত্রণা, সপ্তাহভর তুঙ্গেই যাত্রী দুর্ভোগের আশঙ্কা
মালিক সংগঠন জানিয়েছে, এই তিনটি শর্ত মানলে তবেই মুখ্যমন্ত্রীর প্যাকেজ তারা স্বীকার করবে। রাস্তায় নামবে ১৪০০ মিনিবাস। না হলে ধাপে ধাপে তা তুলে নেওয়া হবে। অর্থাৎ, পরিবহণমন্ত্রীর সঙ্গে সদর্থক বৈঠক না হলে বুধবার থেকে রাস্তায় নামা অনিশ্চিত প্রায় ১৪০০ মিনিবাসের।