প্রসেনজিৎ মালাকার: বীরভূমে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়ের কনভয়। বরাতজোরে রক্ষা পেলেন মন্ত্রী। গুরুতর আহত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। দুর্ঘটনা ঘটল সাঁইথিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামপুরহাটে এখন 'উৎসব' চলছে। রামপুরহাট উৎসবে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মন্ত্রীকে। অনুষ্ঠান হবে রাতে। ঘড়িতে তখন সাড়ে আটটা। এদিন সন্ধ্যায় সাইঁথিয়া হয়ে রামপুরহাটের দিকে যাচ্ছিল বাবুল সুপ্রিয় কনভয়।


কীভাবে দুর্ঘটনা ঘটল? বাবুলের গাড়ি তখন এগিয়ে গিয়েছে। স্থানীয় মূসরডা এলাকায় পেট্রল পাম্পে কনভয়ে ভিতরে ঢুকে পড়ে একটি অটো! নিরাপত্তারক্ষীদের গাড়ির সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। গতি এতটাই বেশি ছিল যে, সংঘর্ষের পর কনভয়ের গাড়িটি উল্টে যায়। এখনও পর্যন্ত যা, দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৮ নিরাপত্তারক্ষী। তাঁদের প্রথমে রামপুরহাট হাসপাতালে, পরে সিউড়িতে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


আরও পড়ুন: ITO Industrialists in Kolkata: রাজ্যের ব্যবসায় ১৫০০ কোটি টাকার প্রতিশ্রুতি ITO শিল্পপতিদের


এদিকে দুর্ঘটনার পর উলটে যায় অটোটিও। চালকের অবস্থা আশঙ্কাজনক। তবে অটোটি কোনও যাত্রী ছিলেন না? থাকলে কতজন ছিলেন? জানা যায়নি এখনও।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)