প্রসেনজিৎ মালাকার: রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। কোর্টের গুঁতো চাকরি খুইয়েছেন মন্ত্রীকন্যা। শাসকদলের নেতাদের বিরুদ্ধে বারবার যে অভিযোগ করে থাকেন বিরোধীরা, এবার তা শোনা গেল খোদ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) গলায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বীরভূমের প্রত্যেক এলাকায় কর্মী সম্মেলন করছে তৃণমূল। শনিবার বীরভূমের ইলামবাজার এলাকায় সেই সম্মেলন আয়োজিত হয়েছিল। সেখানেই বিস্ফোরক মন্তব্য করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, "আমাদের কিছু নেতারা পদস্খলন হয়েছে। দু-একজন নেতা চুরি করেছেন" 


পাশাপাশি, তিনি এও জানান যে, কোনও ঘটনা সামনে এলেই মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। মন্ত্রীর পাল্টা অভিযোগ, বিজেপিশাসিত রাজ্যে অন্যায় করলে কোনও শাস্তি হয় না। ধর্ষণ করেও দোষীরা শাস্তি পান না। অন্যায় করেও মন্ত্রীর ছেলে ঘুরে বেরায়। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)