নিজস্ব প্রতিবেদন : মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মঞ্চ ভেঙে অতিথিদের নিয়ে নীচে পড়ে যান মন্ত্রী। একরকম কোলে করে উপরে তোলা হয় মন্ত্রী স্বপন দেবনাথ সহ অতিথিদের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, কাটোয়ায় পশু হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজ ওই পশু হাসপাতালে মাল্টি ডিসিপ্লিনারি ভেটেনারি অপারেশন থিয়েটার উদ্বোধন ছিল। অপারেশন থিয়েটারের উদ্বোধন করার কথা ছিল পশু কল্যাণ বিষয়ক মন্ত্রী স্বপন দেবনাথের। কিন্তু সেই উদ্বোধন মঞ্চেই ঘটে দুর্ঘটনাটি।


মঞ্চের উপর তখন অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত মন্ত্রী। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। আর অন্যান্য অতিথিদের সঙ্গে নীচে পড়ে যান স্বপন দেবনাথও। মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও। তিনিও পড়ে যান। ভেঙে পড়া মঞ্চ থেকে একরকম কোলে করে তোলা হয় মন্ত্রী সহ অতিথিদের।


আরও পড়ুন, ১৭ কোটির 'সোনার দুর্গা' দেখতে চতুর্থীতেই মানুষের ঢল! দেখুন প্রথম ছবি


দুর্ঘটনার জন্য জখম হয়েছেন মন্ত্রী ও বিধায়ক দুজনেই।  তবে চোট গুরুতর নয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন প্রত্যেকেই। তবে কী কারণে এভাবে মঞ্চ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিস।