৮ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে বাঁশবাগানে `ধর্ষণ` ১৬ বছরের কিশোরের
লিখিত অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।
নিজস্ব প্রতিবেদন : নাবালিকাকে বাঁশ বাগানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্যাতিতা নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। অভিযোগ, ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের গাঙ্গেরআইট গ্রামে ঘটনাটি ঘটে। ভর দুপুরে বছর আটের এক নাবালিকাকে বাঁশ বাগানে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বছর ষোলোর এক কিশোর। এই ঘটনায় কাশীপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার বাবা শাহজাহান মোল্লা।
আরও পড়ুন, কিশোরীর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক! 'ত্রিকোণ' প্রেমের পরিণতিতেই কি খুন নরেন্দ্রপুরের কিশোর?
আরও পড়ুন, গৃহবধূর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক, দেড় মাস পর জঙ্গলে মিলল যুবকের প্যাকেট বন্দি দেহ
লিখিত অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতার পরিবার। এদিকে অভিযুক্ত কিশোর পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে কাশীপুর থানার পুলিশ।