নিজস্ব প্রতিবেদন : কালীপুজোয় সবাই বাজি ফাটাচ্ছে, আর ছেলে বাজি ফাটাবে না? ছেলের জন্য তাই সাধ করে বাজি কিনে এনেছিলেন বাবা। কিন্তু কে জানত, সেই বাজি-ই ডেকে আনবে বিপত্তি! বাজি ফাটাতে গিয়ে গুরুতর জখম হল ৭ বছরের এক শিশু। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে ওই শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, শেষ ফোনের কথাটা আর রাখা হল না, হাহুতাশ মাও হামলায় বর্ধমানে শহিদের স্ত্রীর


জখম শিশুর নাম সৌম্যদীপ মণ্ডল। ক্যানিংয়ের কাঠপোল এলাকার বাসিন্দা সৌম্যদীপ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলের জন্য বাজি কিনে এনেছিল সৌম্যদীপের বাবা ভোলানাথ মণ্ডল। সেই সময় সৌম্যদীপ ঘুমাচ্ছিল। ছেলেকে ঘুম থেকে তুলে তার হাতে একটা বাজি ধরিয়ে দেয় ভোলানাথ। আর তখনই ঘটে বিপত্তি। বাজিটি সৌম্যদীপের গায়ের উপরই ফেটে যায়।


আরও পড়ুন, রাতের অন্ধকারে যুবতীকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরল ২ যুবক, তারপর...


বাজির আঘাতে ঝলসে যায় সৌম্যদীপের পেটের নিম্নাংশ। গুরুতর জখম হয় ছোট্ট সৌম্যদীপ। আহত সৌম্যদীপকে সঙ্গে সঙ্গেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে সৌম্যদীপ। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দেয় যে, বাজি ফাটানোর সময় সব সময় সতর্ক থাকা উচিত। বাজি নিয়ে কোনও মজা বা মশকরা নৈব নৈব চ। কারণ তা যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে।